গণবার্তা রিপোর্ট:
কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক শাখা প্রধান সম্মেলন-২০২৪ সম্প্রতি অনুষ্ঠিত হয়।মুখ্য নির্বাহী কর্মকর্তা এ.এন.এম. ফজলুল করিম মুন্সী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং চীফ কনসালটেন্ট মো. মোছলেহ উদ্দিন, চীফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ২০২৩ সালের প্রথম ৬ মাসের তুলনায় ২০২৪ সালের প্রথম ৬ মাসে ব্যবসা বৃদ্ধি পাওয়াতে সন্তোষ প্রকাশ করেন। সভায় ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta