আজ, Wednesday


২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কালকিনিতে ৭ শিক্ষার্থীকে পড়ান ৬ জন শিক্ষক ॥ তারপরেও এইচএসসি পরীক্ষায় সবাই ফেল !

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
কালকিনিতে ৭ শিক্ষার্থীকে পড়ান ৬ জন শিক্ষক ॥ তারপরেও এইচএসসি পরীক্ষায় সবাই ফেল !
সংবাদটি শেয়ার করুন....

কালকিনি উপজেলা প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে ফলাফলে চরম ভরাডুবি হয়েছে। উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এই ফল বিপর্যয়ের ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানাযায়, কলেজে ব্যাবসা শিক্ষা বিভাগে কলেজের ৭জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৬জন শিক্ষক রয়েছে। তারপরেও ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের ৭জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও।তারা একজনও পাস করতে পারেনি। তবে এই বিভাগীয় শিক্ষকদের দাবি রেজাল্টে কোন ত্রুটি থাকাতে পারে। শিক্ষার্থীরা তাদের এই রেজাল্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে পরীক্ষার খাতা পূনঃ মূল্যায়ন করার জন্য আবেদন করেছে।

গত ১৬ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক ও বিজ্ঞান বিভাগের পাশের হার ছিলো শতকরা ৭৩.৯৭ শতাংশ। কিন্তু ব্যাবসা শিক্ষা বিভাগে ফলাফলের চরম ভরাডুবি ঘটেছে এতে করে স্থানীয় অভিবাক ও কলেজের সাবেক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ কালাম হাওলাদার জানান, কলেজের সেই আগের ঐতিহ্য ও সুনাম নেই, কলেজের শিক্ষকদের মধ্যে দলাদলির কারণে শিক্ষকরা নিয়মিত ক্লাসে যায় না, যার কারনে শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাস করে না। নিয়মিত ক্লাস না হলে পরীক্ষার্থী পাস করবে কিভাবে।

এবিষয়ে কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক তালুকদার বলেন, কলেজের ব্যাবসায় শিক্ষা বিভাগের ফলাফল বিপর্যয়ের কারনে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার খাতা পুনঃপূল্যায়নের জন্য আবেদন করেছে। বিষয়টি আমরা নজর রাখছি।

এ বিষয়ে কলেজের অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী জানান, শিক্ষকরা তো নিজেরাই কলেজে নিয়মিত না। কলেজের শিক্ষকদের রাজনৈতিক দলাদলি ভূলে ক্লাসমুখি হতে হবে, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে পারলেই কলেজের আগের সেই ঐতিহ্য ফিরে আসবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com