আজ, সোমবার


১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মো. তারেক রহমানের ১৬১ কিলোমিটার কোস্টাল আল্ট্রা বাংলাদেশ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
মো. তারেক রহমানের ১৬১ কিলোমিটার কোস্টাল আল্ট্রা বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ শামীম আহমেদ, রিপোর্টার, ঢাকা :
কোস্টাল আল্ট্রা বাংলাদেশ ২০২৫ মো. তারেক রহমানের প্রথম ১৬১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন সম্পন্ন – সূর্য শিশির রানার্স ও নরসিংদী রানার্স কমিউনিটি এবং স্বাধীন বাংলা রানার্স প্ল্যাটফর্মের গর্ব। বাংলাদেশের সবচেয়ে বড় আল্ট্রা ম্যারাথন ইভেন্ট “কোস্টাল আল্ট্রা ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের দীর্ঘতম এই আল্ট্রা ম্যারাথন ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ ধরে অনুষ্ঠিত হয়। “সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথন পরিচ্ছন্ন উপকূল, টেকসই উন্নয়ন এবং সামুদ্রিক ইকোসিস্টেম সংরক্ষণের বার্তা বহন করে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা কোস্টাল আল্ট্রা বাংলাদেশ ২০২৫-এ ৪টি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয় ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল (১৬১ কিলোমিটার), ২০০ কিলোমিটার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশি-বিদেশি প্রায় ৪০০ জন দৌড়বিদ এই ইভেন্টে অংশ নেন। ১৬১ কিলোমিটারে মো. তারেক রহমানের অসাধারণ অর্জন এই প্রতিযোগিতার ১৬১ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নেন মো. তারেক রহমান, যিনি একজন একনিষ্ঠ আল্ট্রা ম্যারাথন রানার। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি ৩১ ঘণ্টা ৪০ মিনিট ২৮ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে দৌড় শেষ এই চ্যালেঞ্জিং দৌড় শুরু হয় ইনানী বিচ থেকে টেকনাফ, এরপর পুনরায় ইনানী বিচ পর্যন্ত দৌড়ে ফিরে আসতে হয়। বাকি ৬০ কিলোমিটার তিনি তিনটি ধাপে সম্পন্ন করেন। তীব্র রোদ, রাতভর বিরতিহীন ছুটে চলা, ক্লান্তি, পানিশূন্যতা—সব বাধা অতিক্রম করেই মো. তারেক রহমান এই অসাধারণ কীর্তি গড়েন। এই ধরনের দীর্ঘ ও কঠিন দৌড় সম্পন্ন করতে যে মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা প্রয়োজন, তা তিনি নিখুঁতভাবে প্রদর্শন করেছেন। তারেক রহমানের পূর্ববর্তী সাফল্যসমূহ, ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন: ১০ বার, ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন: ১ বার, ১৬১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন: ১ বার, ৪২ কিলোমিটার (ম্যারাথন): ১৫ বার, ২১ কিলোমিটার (হাফ ম্যারাথন): ২৫ বারেরও বেশি এই অসাধারণ ট্র্যাক রেকর্ডই প্রমাণ করে তার একাগ্রতা, কঠোর পরিশ্রম ও সীমাহীন অধ্যবসায়। কোস্টাল আল্ট্রা ২০২৫: সীমা ভাঙার এক অনন্য মঞ্চ এই ইভেন্ট শুধু দৌড় প্রতিযোগিতা নয়, এটি একজন দৌড়বিদের নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ। মো. তারেক রহমান বলেন “এটি আমার জীবনের প্রথম ১৬১ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, আর অভিজ্ঞতাটি অবিস্মরণীয়। দৌড়ের পুরো পথজুড়ে ছিল নীল সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য, যা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে। কোস্টাল আল্ট্রা বাংলাদেশ ২০২৫ নিঃসন্দেহে দেশের দীর্ঘতম ও অন্যতম প্রতিযোগিতামূলক আল্ট্রা ম্যারাথন। মো. তারেক রহমানের এই সাফল্য শুধু তার নিজের নয়, এটি বাংলাদেশের দৌড়বিদদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com