আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ
প্রতি বছরের ন্যায় এবারও যেমন কোরবানি ঈদের পশু কেনা বেছা ধিরে ধিরে জমতে শুরু করেছে কিশোরগঞ্জের বিভিন্ন হাট বাজার গুলোতে । তেমনি লোক মুখে বলাবলি শুরু হয়েছে এবারের ঈদে কিশোরগঞ্জ জেলার সবচেয়ে সেরা বড় গরু দুটি, নীলগঞ্জের মইশাকান্দি গ্রামের কৃষক দুলাল ভূঁইয়ার, লালচাঁন ও কালাচাঁন বাদশা । দেশিয় প্রজাতির এই দুটি বড় ষাঁড় গরু দেখতে বিশাল আকৃতির হলেও স্বভাবে অনেক শান্ত ,
সাড়েঁ পাচঁ ফিট উচ্চতার বিশাল আকৃতির ষাঁড় দুটিকে দেখতে প্রতিদিন আশ পাশের এলাকা থেকে অনেক মানুষ ভিড় করেন। কৃষক দুলাল ভূঁইয়া জানান,আড়াই বছর আগে পার্শ্ববর্তী মেরেঙ্গা বাজার থেকে ৮ মাস বয়সী এই ষাঁড় বাচ্চা দুটি কিনে আদর করে নাম রাখেন লালচাঁন ও কালাচাঁন বাদশা। গরু দুটিকে এপর্যন্ত কি খাইয়ে লালন পালন করছেন ? জানতে চাইলে কৃষক দুলাল ভূঁইয়া জানান, আমি কোন প্রযুক্তি ব্যবহার না করে এই গরু দুটিকে নেপিয়ার ঘাস, খেড়, কুড়া ও ভূসি এই ধরনের স্বাভাবিক খাবার খাইয়েছি যাতে করে গরু দুটির শারীর কোন সমস্যা না হয়, গরু দুটি কত টাকা দাম হলে বিক্রি করবেন ? জানতে চাইলে, কৃষক দুলাল ভূঁইয়া বলেন, আশা করছি বাজার দর ভালো থাকলে আমার লালচাঁন ও কালাচাঁন বাদশার মুল্য প্রায় ২৪ লক্ষ টাকা বিক্রি করতে পারবো বলে আশা করচি । বাড়িতে কিংবা অনলাইনে বিক্রয় করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে, কৃষক দুলাল ভূঁইয়া জানান, কেউ যদি বাড়িতে বা অনলাইনে গরু দুটি দেখে পছন্দ করে ন্যায্য মূল্য দেয় তাহলে আমি বিক্রিয় করবো। সবশেষে, তার অনুভূতির কথা জানতে চাইলে, কৃষক দুলাল ভূঁইয়া বলেন, শান্ত প্রকৃতির এই লালচান ও কালাচান বাদশাকে লালন পালন করতে পেরে আমি অনেক খুশি , দোয়া করবেন প্রতিবছর যেন আমি দুটি করে বড় আকৃতির ষাড় গরু আপনাদের মাঝে উপহার দিতে পারি , আগ্রহী ক্রেতা গন গরু দুটি কে কিনতে চাইলে, এ-ই নম্বরে যোগাযোগ করতে পারেন ।