আজ, মঙ্গলবার


৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হোসেনপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
হোসেনপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....
 আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যাসহ ডাকাতির একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আবু হানিফ(৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রয়ারি) রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাহিদ হাসান সুমন এ বিষয়ে ব্রিফ করে জানান, আবু হানিফ কুমিল্লার বুড়িচং থানার মামলার নং-১১ (তারিখ:০৮/০৩/২০১৭খ্রি:)এজহার নামীয় আসামি। তার বয়স যখন ১৩-১৪ তখন বাড়ি থেকে বের হয়ে সিলেটে চলে যান। সেখানে থেকে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে যান,এর পর সে কুমিল্লায় দীর্ঘদিন অবস্হান করে,  সেখানে হত্যাসহ ডাকাতি, পুলিশের উপর হামলা-মামলায় অভিযুক্ত হন। যেজন্য কুমিল্লার বুড়িচং থানায় উক্ত আসামির নামে চারটি মামলা রয়েছে। পরে সে তার অবস্হান পরিবর্তন করে সেখান থেকে সটকে গিয়ে চট্রগ্রামে ভাসমান অবস্থায় অবস্থান  করেন; সেখানেও বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছিলো। মঙ্গলবার বিকেলে সে তার গ্রামের বাড়িতে ১০ বছর পর অবস্থান করছেন এমন খবরে পুলিশ নিশ্চিত হয়ে তিনিসহ এসআই সুশান্ত চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে রাত ২.২৫ মিনিটে গ্রেপ্তার করতে সক্ষম হন।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, আসামি আবু হানিফকে গ্রেপ্তারের পর জানা যায়; তার নামে কুমিল্লাসহ আশ-পাশের বিভিন্ন জেলায় খুনসহ ডাকাতি, পুলিশ এস্যাল্টসহ খুন, অস্ত্র মামলা,দস্যুতা মামলাসহ একাধিক মামলার আসামি থাকিয়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। এছাড়াও সে একজন পেশাদার ডাকাত।আসামিকে ১৪ ফেব্রুয়ারী  বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আদালতে  প্রেরণ করা হয়।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com