আজ, মঙ্গলবার


৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মুলাদীতে ঈদের আনন্দে নয়াভাঙনী নদীতে নৌকা বাইচ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
মুলাদীতে ঈদের আনন্দে নয়াভাঙনী নদীতে নৌকা বাইচ
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে ঈদের আনন্দে নয়াভাঙনী নদীতে নৌকা বাইচ হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের বাসিন্দারা এই নৌকা বাইচের আয়োজন করেন। ঈদের পরদিন আয়োজিত নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ নদীর দুই পাড়ে ভীড় জমায়। নৌকা বাইচ ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে বলে জানান দর্শনার্থীরা। নৌকা বাইচে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘আমরা বাহাদুরপুরবাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি ওই গ্রামের গুণীজনদের মরনোত্তর সম্মাননা প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন, নৌকা বাইচ আয়োজনের সমন্বয়কারী মো. ইমরান হোসেন ফকির।

প্রধান অতিথি ছিলেন, মুলাদী-বাবুগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক একান্ত সচিব কৃষিবিদ ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, পুলিশ সুপার আনছার উদ্দীন শুভ, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন খসরু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল আলম, পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ চৌকিদার, চাঁদপাশা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি রফিক উজ্জামান রাসেল।

মুলাদী উপজেলার চরকমিশনার বঙ্গবন্ধু মডেল গ্রামের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম কামাল পাশা, সাধারণ সম্পাদক বদরুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষিবিদ ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাইচে ৪টি নৌকা অংশগ্রহণ করেছে। কাজিরচর ইউনিয়ন পরিষদের নৌকা বিজয়ী হয়ে মোটরসাইকেল জিতে নিয়েছে এবং সোনারতরী নৌকা দ্বিতীয় স্থান লাভ করে একটি ফ্রিজ পুরস্কার পেয়েছে।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com