আব্দল করিম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ বুধবার দুপুরে পীরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার রঘুনাথপুর পানুয়াপাড়ার রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। ওই মহল্লার রফিকুল ইসলাম ওরফে বুধু এর পুত্র মোঃ জুয়েল (২৫) এর ঘরে ফেন্সিডিল গুলো বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় এর নেতৃত্বে এসআই যথাক্রমে জাহাঙ্গীর আলম, মাহসিন, মতিয়ার রহমান, কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়েলের শয়ন কক্ষ থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলেই দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে বুধবার পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Developed by: Engineer BD Network