মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৫জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার কাঠেরচর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, চরকমিশনার গ্রামের মৃত ওয়াজেদ আলী ঘরামীর ছেলে আব্দুল জব্বার ঘরামী ও জাহাঙ্গীর ঘরামী, শহীদুল ইসলাম মৃধার ছেলে রাসেল মৃধা, আলমগীর ঘরামীর ছেলে মো. হোসেন ঘরামী, আব্দুল জব্বার ঘরামীর ছেলে হৃদয় হোসেন। পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের আলম হাওলাদারের ছেলে আজিজ হাওলাদার ও রহিম ব্যাপারীর ছেলে সিরাজুলের নেতৃত্বে ১০-১২জন লোক হামলা চালিয়ে ধান লুট করে নিয়েছে বলে দাবি করেছেন আহতরা। এঘটনায় মঙ্গলবার বিকেলে আব্দুল জব্বার ঘরামী বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
আব্দুল জব্বার ঘরামী জানান, চরকমিশনার মৌজায় একটি পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। এবছর ওই জমিতে বোরো ধান রোপন করেছিলেন। মঙ্গলবার ধান কেটে বাড়ি নেওয়ার সময় রাজগুরু গ্রামের আজিজ হাওলাদার ও সিরাজ ব্যাপারী ১০-১২জন লোক নিয়ে হামলা চালিয়ে ৫জনকে আহত করে। এসময় তারা কাটা ধান জোড়পূর্বক নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেছেন।
এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta