আজ, শুক্রবার


৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরের সড়ক-মহাসড়কে ঘন কুয়াশা

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
মাদারীপুরের সড়ক-মহাসড়কে ঘন কুয়াশা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই ঘনকুয়াশায় ঢাকা পড়েছে মাদারীপুরের সড়ক-মহাসড়ক সকাল থেকে কুয়াশার তীব্রতায় ঢাকা পড়ে পথঘাট। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন।
সকালে কুয়াশার পরিমাণ আরও বাড়ায় দেখা দিয়েছে দুর্ভোগ। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকেই পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে রয়েছে ধীর গতি।

দুর্ঘটনা এড়াতে পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ভোর থেকে চলাচল করছে। এছাড়া অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে মহাসড়কে যানবাহন চলাচল কম দেখা গেছে।

জানা গেছে, শনিবার মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। সকালে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ঘন কুয়াশার কারণে দিক নির্ণয়ে বাধার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন চালকরা। শিবচর উপজেলার সূর্য্যনগর, পাঁচ্চর বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে এমন চিত্র।

তবে কুয়াশার মাত্রা বেশি থাকলেও শীত অপেক্ষাকৃত কম। এছাড়া ঢাকাগামী লোকাল পরিবহনও মহাসড়কে কম রয়েছে। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী স্বল্পতা রয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাটেনি ঘন কুয়াশা।

মহাসড়কের একাধিক যানবাহন চালক বলেন, সকাল থেকেই প্রচুর কুয়াশা। কুয়াশার কারণে মহাসড়কে প্রায় কিছুই দেখা যায় না। হেড লাইট জ্বালিয়ে, হর্ন দিয়ে কম গতিতে ঢাকা যাচ্ছি। তাছাড়া সকাল থেকে মহাসড়কে পরিবহনও অনেকটাই কম।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্বাভাবিক ডিউটি আছে। কুয়াশার কারণে সকাল থেকেই মহাসড়কে পরিবহন চলাচল কিছুটা কম। দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতাও আছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com