মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদীতে বিনামূল্যে শিক্ষার্থীদের চারা দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুটি করে গাছের চারা দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা বনবিভাগ থেকে বিনামূল্যে এই চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জহির উদ্দিন খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, উপজেলা বন কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বাহাউদ্দীন, মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দিদারুল আহসান খান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ চৌকিদার প্রমুখ।
Posted ২:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta