মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার বেলা ৩টায় থানা চত্বরে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, মুলাদী সার্কেল সহকারী পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর। এসময় বক্তব্য রাখেন, পটুয়াখালীর লেবুখালী সেনানিবাসের প্রধান মেজর জেনারেল আব্দুল কাইউম মোল্লা, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ইলিয়াস শরীফ, হিজলা মুলাদী সেনাবাহিনী ক্যাম্প কমাণ্ডার মেজর রাফসান আল হামীদ, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া।
এসময় মেজর জেনারেল আব্দুল কাইউম থানা পুলিশকে দায়িত্বে ফেরার তাগিদ দিয়ে বলেন, মানুষের জান মালের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে জনগনের সেবক হয়ে কাজ করতে হবে। তাহলে সাধারণ মানুষও পুলিশের প্রতিপক্ষ না হয়ে পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে।তবে, গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত মুলাদী থানা পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেনি। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশের কেন্দ্রিয় নির্দেশনা পেলে সবাই দায়িত্ব পালন শুরু করবে।