মুলাদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের মুলাদীতে থানার কার্যক্রম শুরু না করে বিক্ষোভ মিছিল করেছেন পুলিশ সদস্যরা। পুলিশের মহাপরিদর্শকের আলটিমেটামের ২৪ ঘন্টা পার হলেও কাজ শুরু করেননি তারা। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছেন বলে জানায় পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে মুলাদী থানা কমপ্লেক্সে এগারো দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী সার্কেল সহকারী পুলিশ পুলিশ (এএসপি) বায়েজীদ ইবনে আকবর, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, উপপরিদর্শক (এসআই) আবুল বাশার, আওলাদ হোসেন, মফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা।
এদিকে থানার কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সাধারণ ডায়েরি, অভিযোগ, পুলিশ তদন্তসহ সকল কার্যক্রম বন্ধ থাকায় সেবা না পেয়ে ফিরে গেছেন অনেকে।
Posted ২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta