মোস্তাফিজার রহমান দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ডিএনসির অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিনা ১৪ কেজি গাজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৮ই ডিসেম্বর দুপুর আনুমানিক ১টার সময় দিনাজপুর শহরের ৪ নং উপশহর এলাকায় তার কাছে থাকা স্কুল ব্যাগ থেকে এবং তার বাসা খাটের নিচ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কর্তৃক অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার সহ সেলিনা খাতুন (৩৯)পিতা-মৃত লাল মিয়া,সাং-রাণীগঞ্জ মোড়,থানা কোতয়ালী জেলা দিনাজপুরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা তার সহযোগী মুজিবর রহমান পলাতক। আসামীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর। এবং তিনি জানান নিয়মিত অভিযান চলমান মাদকের চোরা চালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
Posted ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
দৈনিক গণবার্তা | Gano Barta