গনবার্তা রিপোর্ট : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামি স্বাধীনকে মহানগরীর শিববাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১। এ বিষয়ে আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের র্যাব-১ সিপিএসসির পোড়াবাড়ী ক্যাম্পে ব্রিফ করবেন র্যাব-১ সিপিএসসির কোম্পানি কমান্ডার, এসপি কে. এম. এ. মামুন খান চিশতী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
পুলিশ সূত্র জানায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta