আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঢাকার বিশেষ পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মারুফ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
ঢাকার বিশেষ পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মারুফ
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : বিগত ১৪ অক্টোবর ২০২৪ইং তারিখের আইন মন্ত্রণালয়ের নিয়োগে ঢাকার দ্রুত বিচার আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম মারুফ। সাম্প্রতি তিনি বিজ্ঞ দ্রুত বিচার আদালত নং ৬,ঢাকার বিজ্ঞ বিচারকের কাছে উক্ত আদালতের বিচারিক কার্যক্রমে বিশেষ পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করেন।মো. মাজহারুল ইসলাম মারুফ বরিশাল জেলার মুলাদী উপজেলার কাজিরচর গ্রামের মাওলানা মহিউদ্দিন আহম্মেদ-এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রীমকোর্টে একজন দক্ষ আইনজীবী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি হইতে আইন বিষয়ে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। মো. মাজহারুল ইসলাম মারুফ ছাত্র জীবনে ঢাকার মোহম্মাদপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকার সরকারি গ্রাফিক আর্টস ইন্সটিউট ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি ছিলেন।

মাজহারুল ইসলাম মারুফ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং মোহাম্মদপুর থানা বিএনপির সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা আইনজীবি সমিতির তথ্য ও যোগাযোগ সম্পাদক, জিয়াউর রহমান ফাউণ্ডেশন আইন সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি ল অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ছিলেন মাজহারুল ইসলাম মারুফ।

মো. মাজহারুল ইসলাম মারুফ ২০১৪ইং সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে নিবন্ধিত আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। তিনি ২০১৮ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু ওই বছর ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক মামলায় কারাবন্দী থাকায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। পরবর্তীতে ২০২২ইং সালের সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের পারমিশন লাভ করেন। ছাত্রনেতা হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি নির্যাতিত ছাত্র-জনতাকে আইন সহায়তা দিয়েছেন বলে জানান অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম মারুফ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com