মুলাদী প্রতিনিধি : মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিলনমেলা, সাংস্কৃতিক সন্ধা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
গতকাল রবিবার সকাল ৯টায় মুলাদীর শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থী ফোরাম আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আঃ ছত্তার খান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহীম হোসেন, পরিচালক মোঃ মোতালেব হোসেন, উপদেষ্টা ইকবাল হোসেন সিকদার, উপদেষ্টা ও মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজিবুর রহমান ভূঁইয়া কামাল, স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আহাত, সিনিয়র শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, সাবেক শিক্ষার্থী মাশরাফি, জিতু, জিহাদ, মোহাম্মদ, পারভেজ, জিসান, সামিত, নাদিম, সিরাত, মাশরাফি আমিন, ইব্রাহীম, সাবিক সহ স্কুলের সকল শিক্ষক, সাবেক শিক্ষার্থী বৃন্দ।
আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থী ফোরাম আয়োজিত দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিলো র্যালী, ক্রিড়া প্রতিযোগীতা, দুপুরের খাবার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক শিক্ষার্থী বলেন, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল এমন একটি বিদ্যাপিঠ যেখানে শিক্ষার্থীদের সঠিক পাঠ দানের মাধ্যমে মেধাবী করে গড়ে তোলা হয়।
Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta