
শেরপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে ব্যতিক্রম যুব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ডিসেম্বর মঙ্গলবার) সকাল ০৭টায় খোয়ারপাড় শাপলা চত্তর থেকে শুরু হয়ে থানা মোড় পর্যন্ত এ দৌড় অনুষ্ঠিত হয়। এসময়ে প্রায় চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। ম্যারাথন দৌড় শেষে থানা মোড় উন্মক্ত মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখে।
শেরপুর-১আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মো: রাশেদুল ইসলাম, ম্যারাথনে অংশ গ্রহণকারীদের উৎসাহ যোগান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন,বিজয় দিবসের এই শুভক্ষণে আমাদের শপথ হোক শুধুমাত্র দেশের স্বাধীনতা রক্ষা নয়, বরং এই বিজয়ের চেতনাকে কাজে লাগিয়ে শেরপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলা। ‘RUN to Build SHERPUR With RASHED’ স্লোগানটি সেই লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার প্রতীক।
তিনি আরও এ বিজয় আমাদের আপমর জনগনের স্বাধীনতার ৫৪বছরের একটি দল একটি পরিবারের মধ্যে সিমাবদ্ধ করে রেখেছিল ২৪শে গণঅভ্যুস্থানে মাধ্যমে ছাত্র-জনতার জীবনদান অঙ্গদানের মাধ্যমে আমরা সেই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসার উদ্যোগ নিয়েছি, আমাদের সামনে এইপথে যদি কেউ বাধা হয়ে দাড়াঁতে চায় তাদেরকে রুখে দেওয়ার জন্য শেরপুরবাসী প্রস্তুত আছি। আজকের এই মহান দিবসে সেই সব বীর মুক্তিযোদ্ধাদের জন্য গভীর শ্রদ্ধা ও দোয়া কামনা করছি। আর বাংলদেশ যখন সমানে দিকে এগিয়ে চলার উদ্যোগে অগ্রগামী হয়েছে আমরা যখন রান করছি তখন কিছু কুচক্রী মহল ফ্যাসিবাদের দোসরা আমাদের দেশ প্রেমিক নাগরিকদের উপর বর্বর রচিত হামলা চালাচ্ছে।
এই কর্মসূচিতে যুব সমাজসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের গায়ে থাকা হলুদ টি-শার্ট এবং তাদের উদ্দীপনা শহরের বিজয় দিবসের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা মনে করেন, এই ধরনের গঠনমূলক কর্মসূচি স্থানীয় যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক উন্নয়নের প্রতি দায়বদ্ধতা সৃষ্টিতে সহায়ক হবে।