ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে উপজেলার ২লাখ ৩হাজার ৮২৭টি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। এসয়ম ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও সহকারী কমিশনার (ভুমি) সাইদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন,স্মার্ট কার্ডটির জন্য একটি উন্নত মানের কভার প্যাকেট প্রদান করা হচ্ছে। এটি ব্যাতিত অন্য কোন প্যাকেটে কার্ডটি সংরক্ষণ করলে কার্ডের স্থায়িত্ব নষ্ট হতে পারে। আর কোন অবস্থাতেই স্মার্ট কার্ডটি লেমিনেটিং করা যাবে না। কোন অবস্থাতেই চোখের আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ প্রদান করা ব্যাতিত বিতরণ কেন্দ্র ত্যাগ করা যাবে না।