ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চুকাইবাড়ি ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জবর উদ্দিনকে আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরী থেকে বাদ দেওয়ার শোকে মারা যাওয়া ঘটনার ন্যায় বিচার, টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)সকালে বীর হলকা হাইস্কুল স্কুল সামনে সড়কে ঘণ্টাব্যাপী সময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের মরহুম জবর উদ্দিনের পিতা আজিহক, চুকাইবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম কোষা, জাকিউল আক্রাম ও জাহাঙ্গীর আলম। এসময় বক্তারা অভিযোগ করেন,এখন সময় এসেছে অন্যায়ের বিচার চাওয়ার। দেওয়ানগঞ্জের বীর হালকা উচ্চ বিদ্যালয়ে দপ্তরী জবর উদ্দিন গত ২০০৩ইং সালে চাকুরী যোগদান করে ৭বছর ডিউটি করে। ওই সময় তার নিকট তৎকালীন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও বর্তমান সহকারী শিক্ষক এমদাদ পর্যায়ক্রমে চাকুরী শর্তে প্রতিষ্ঠানের অনুদানের নামে ২লাখ ৬০হাজার টাকা চাকুরী বাবদ হাতিয়ে নিয়ে চাকুরী না দিকে তারা শহিদুল নামে এক ব্যাক্তিকে দপ্তরী পদে নিয়োগ দিয়েছে। কিন্তু এখনো চাকুরীচ্যুত নিহত জবর উদ্দিন পরিবারকে আজও টাকা গুলি ফেরত দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরী থেকে বাদ দেওয়ার শোকে কিছু দিন পরেই জবর উদ্দিন মারা যায়। মানববন্ধনের মাধ্যমে এই ঘটনার ন্যায় বিচার,টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।