ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ন্যায্যতা ও যোগ্যতা ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও স্বাররক লিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকালে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সম্নয়ন পরিষদের আয়োজনে ইসলামপুর উপজেলা পরিষদ সামনে সড়কে ঘন্টাব্যাপি সময় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতির সৈয়দ মাসুদুর রহমান রাজা ও সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, সমিতির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ আব্দুল হালিম শান্ত সহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা বর্তমান সরকারের নিকট ন্যায্যতা ও যোগ্যতা ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।