আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দেওয়ানগঞ্জে অধ্যক্ষ মোতালেব হোসেনের পূণর্বহালের চেষ্টার প্রতিবাদ

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
দেওয়ানগঞ্জে অধ্যক্ষ মোতালেব হোসেনের পূণর্বহালের চেষ্টার প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

ফজলুল হক, স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর)  মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব  হোসেন খানের পূণর্বহালের আদেশ প্রত্যাহার সহ মোট ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে   বিক্ষোভ, সমাবেশ ও ইউএনওকে  স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার ১৮ নভেম্বর দুপুর ১২ টায়  কামিল মাদ্রাসা  থেকে একটি বিক্ষোভ  মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও অফিসের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, শিক্ষক-কর্মচারী বৃন্দের ব্যানারে আয়োজিত এ সমাবেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে  ইসলামী জয়েন্ট সেক্রেটারি মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,দেওয়ানগঞ্জ  বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতা মোঃ শাহাদাত হোসেন,মোঃ সোহেল রানা, জয়নাল আবেদীন,মো.আসিফ,মুফতি আকরামুজ্জামান  হোসেন সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশ শেষে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে ঊদ্ধতন কর্তৃপক্ষের কাছে। তিনি আরো বলেন ৩ নভেম্বর শিক্ষা বোর্ডের  রেজিস্ট্রার আইয়ুব হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, তার পদত্যাগ বিধি সম্মত না হওয়ায় অধ্যক্ষ মোতালেব হোসেন খানকে মাদ্রাসায় পূণর্বহালের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সমাবেশে বক্তারা বলেন, পদত্যাগকারী, দুর্নীতি পরায়ন অধ্যক্ষ মোতালেব হোসেন খানের পূণর্বহালের আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে তারা সমাবেশে হুমকি প্রদান করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com