ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরস্হ ইসলামপুর সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক মিলানায়তনে জামালপুরস্হ ইসলামপুর সমিতির আহবায়ক প্রফেসর মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় জামালপুরস্হ ইসলামপুর সমিতির যুগ্ব আহবায়ক মিজানুর রহমান সুজা, এডভোকেট আব্দুল করিম, আব্দুর রাজ্জাক লুডু, বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম নবাব, হাফিজুর রহমান, প্রভাষক সোলায়মান হোসেন, সুপার আব্দুল হালিমসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন,আজ শুধু সমিতি কমিটির গঠন কল্পে উম্মুক্ত আলোচনা করে মতামত নেওয়া হলো।ইসলামপুরের যারা জামালপুর শহরে বসবাস করেন শুধু তাদের নিয়েই পরবর্তীতে চুরান্ত কমিটি গঠন করা হবে। এই সমিতির সদস্য পদ লাভের যোগ্যতা হচ্ছে জামালপুর পৌর সভায় বসবাসকারী ইসলামপুর উপজেলার বাসিন্দা অর্থাৎ ইসলামপুর উপজেলার বাসিন্দা-ব্যবসা, সরকারী বেসরকারী চাকুরী, সাংবাদিক এবং বিভিন্ন পেশায় নিয়জিত, যাঁরা জামালপুর পৌরসভায় অবস্থান করেন। সমিতির আদর্শ উদ্দেশ্য ও লক্ষের প্রতি আস্থাশীল থেকে সমিতি’র গঠন তন্ত্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে যে কোন সুস্থ্য স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ব্যক্তি অত্র সমিতির সদস্য পদ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন।