আজ, Sunday


২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত,ও ৫ জন আহত

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত,ও ৫ জন আহত
সংবাদটি শেয়ার করুন....
 মোস্তাফিজার রহমান, দিনাজপুর:

দিনাজপুরে আত্মীয় কে দাফন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে ট্রাক ও অটো রিস্কার মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছে এ সময় আহত হয়েছে ৫ জন। ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার সময় দিনাজপুর ও ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সাহেবগঞ্জ এলাকায় এক আত্মীয় মারা যাওয়ায় আত্মীয়কে দেখতে অটোতে করে গ্রামের ৯ জন যাত্রী দেখতে যায়,সম্পর্কে নিহত খোতেজা খাতুনের দেবরের স্ত্রী জা হয়,মর্মে জানা যায়। দাফন শেষে বাড়ি ফেরার পথে চুনিয়া পাড়া বাজারে রেললাইন রাস্তা থেকে হাইওয়ে মহা সড়কে উঠার সময় দিনাজপুর থেকে ফুলবাড়ি মুখি একটি গরু বজাই ট্রাক ও অটো রিস্কা কে ধাক্কা দেয়,এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এবং অটোতে থাকা ৯ যাত্রীর মধ্যে ৬ যাত্রী আহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ছুটে যান ৭ নং উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ রুহুল আমিন সরকার,এবং বর্তমান ১,২,৩,ওয়াডের মেম্বারনীর স্বামী মোঃ নুর ইসলাম,নিহত ও আহতদের খোঁজখবর নিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন। এবং নিহত ব্যক্তিদের রুহুর মাগফেরাত কামনা করেন,এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন,শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।এ সময় তারা বলেন মৃত জা কে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আরেক জা খোতেজা খাতুন(৬৫)তারা আরে বলেন আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শেফালী(৩৯)নামক এক নারীর মৃত্যু হয়। মিনতির কি নির্মম পরিহাস এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে ,এবং ৫ জন চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় আহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের নুনাইচ গ্রামের অটো চালক খলিল,আমেনা,রওশন আরা,মোস্তাকিমা,রাহেনা,শরিফা,মজিদা খাতুন। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর সদর সার্কেল জনাব মোঃ আব্দুল হাকিম।তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে,পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যা ৬ টার সময় চুনিয়াপাড়া নামক স্থানে ট্রাক ও অটো রিস্কার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে,এ ঘটনা ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এবং ৫ নারী অটো চালক সহ মোট ৬ জন আহত হয়,আহতদের উদ্ধার করে মেডিকেলে নেয়া হয়,বর্তমানে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আহত ৫ নারীর মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তিদের ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে,এ দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তিদের ৭ ডিসেম্বর সকাল ১১ টার সময় তাদের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।এ দুর্ঘটনায় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী গ্রামবাসীর মাঝে শখের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box
advertisement

Posted ৫:২৭ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com