
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধ, নারী নির্যাতন ইত্যাদি দায়ের করা মামলায় যেখানে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরেও বাদি-বিবাদীরা আশানুরূপ ফল পাচ্ছে না সেখানে প্রত্যন্ত গ্রামে গিয়ে বিচারিক কাজের অগ্রগতি ও নিষ্পত্তি করায় প্রশংসায় ভাসছেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী লিমেন রায়। জটিল জটিল মামলা নিষ্পত্তি ও নিরসনে কাজ করে যাচ্ছেন বলে একাধিক ভুক্তভোগী মারফত জানা যায়। জানা গেছে, বিনামূল্যে সরকারি নির্ধারিত আইন সহায়তা সুবিধা পৌঁছে দিতে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সশরীরে গিয়ে জটিলতর মামলার নিষ্পত্তি করছেন পঞ্চগড় জেলার লিগ্যাল এইড অফিসের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ লিমেন রায়। তার মধ্যস্থতায় বিকল্প পদ্ধতিতে জমির বিরোধ কিংবা নারী নির্যাতনসহ বিচ্ছেদের বিরোধ সু-সম্পর্কে নিষ্পত্তি করে দিচ্ছেন। পাশপাশি জনসচেনতার লক্ষে বৈঠক করে যাচ্ছেন তিনি। একজন বিচারকের এমন জনকল্যাণমুখী বিচারিক সেবা দেয়ার মহানুভব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। এবিষয়ে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ তেরপু পাড়া গ্রামের বাসিন্দা তারেক রহমানের বাড়িতে এসে জমি সংক্রান্ত বিরোধ নিরসনে নিষ্পত্তি করার লক্ষে সশরীরে উপস্থিত থেকে কাজ করেছেন বলে এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়। তেরপু পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আমজাদ হোসেন, তপন রায় গণমাধ্যমকে জানায় যে, সিনিয়র সহকারী জজের এমন বিচারিক কাজে আমরা অত্যন্ত সন্তুষ্ট। টেপ্রীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আমিনার রহমান বলেন, এরকম বিচারক পঞ্চগড় জেলায় থাকলে দ্রুত মামলা নিরসন ও ন্যায় বিচার প্রাপ্তি সহজতর হবে। জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ লিমেন রায় বলেন, পঞ্চগড় জেলা লিগ্যাল এইড ন্যায় বিচার দেওয়ার জন্য প্রস্তুত। যেকোনো মামলা, ন্যায় বিচার থেকে বঞ্চিতদের আইনি সহায়তা দেওয়ার অঙ্গীকারাবদ্ধ।