মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি :
দীর্ঘ দেড় দশক পর পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গণতান্ত্রিক পন্থায় কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. আব্দুল গণি বসুনিয়া এবং সা.সম্পাদ হিসেবে আবুল হোসেন মো. তোবারক হ্যাপি নির্বাচিত হয়েছেন। (১০ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ঐতিহাসিক দেবদারু তলায় প্রথম অধিবেশনের বক্তব্য শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সম্পাদক সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নমন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মো. তৌকির আহমেদ তুহিন। সকালে বেলুন উড়িয়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আদম সুফি সহ প্রমুখ।
Posted ৬:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta