বিমল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একটি রাস্তা থেকে এক প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রাসেল মিয়া (৩২) উপজেলার ১০ নং চেংঠী হাজারডাঙ্গা ইউনিয়নের নাগরডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। নিহত রাসেল জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ছিল বলে স্থানীয়রা জানায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চেংঠি বাজারের পাশে রাস্তার পাশে স্থানীয় লোকজন যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে কী ধরনের যানবাহনের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta