বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগতভাবে হৃদরোগ ও থ্যালাসিমিয়ার রোগে আক্রান্ত ১৭ জন রোগীর হাতে ৫০ হাজার করে টাকার মোট ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।