
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
২৬ জানুয়ারি (সোমবার) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এমন নির্দেশনা প্রদান করেছেন। আগামী ২৮ জানুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নিকট মৌখিক ও লিখিত ব্যাখা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সূত্র মারফত জানা যায়, সম্প্রতি পঞ্চগড় জেলা ছাত্রদলের একটি সভায় বিশৃংখল পরিবেশ সৃষ্টি হয়। এতে জেলা ছাত্রদলের দুই দায়িত্বশীল নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে কেন্দ্র থেকে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম রাসেল গণমাধ্যমকে বলেন, বেছে বেছে নওশাদ ভাইয়ের অনুসারীদের টার্গেট করা হচ্ছে। সভা মঞ্চে কোনরকম বিশৃঙ্খলা না করেও আমাকে হামলার শিকার হতে হয়েছে। কেন্দ্র থেকে শোকজ পত্র পাঠানো হয়েছে।
অপরদিকে, জেলা ছাত্রদলের সা.সম্পাদক রোকনুজ্জামান জাপান জানান, “২৩ জানুয়ারির ওই সভায় কিছু অননুমোদিত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে বেশ কিছু নেতাকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিনিয়র সহসভাপতি বহিষ্কৃতদের সঙ্গে চলাফেরা করেন এবং কমিটি ভেঙে সভাপতি হওয়ার লোভে এমন পরিস্থিতি তৈরি করেছেন বলে ধারণা করছি।”
দুই নেতার শোকজ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।