মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলায় পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামে দুই গরু চোরকে হাতনাতে আটক করেছে উত্তেজিত জনতা পরে পুলিশে সুপর্দ করে। সূত্রে জানা যায়, গত (১৬ মার্চ) থেকে (২৪ মার্চ) পর্যন্ত নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রাম ও চৌকি গ্রাম থেকে মোট ১১টি গরু চুরি হয়। পরে চারিদিকে জানাজানি হলে গত (২৫ মার্চ) রাণীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জনতা আটক করে। রাণীগঞ্জ ইউনিয়ন অফিসে চেয়ারম্যানকে না পেয়ে রানীগঞ্জ ইউনিয়নের (৩নং ওয়ার্ড) নোয়াগাঁও গ্রামের রানিং মেম্বার মো: তাহের মিয়া নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশের হেফাজতে দেওয়া হয়। পরে এলাকার উত্তেজিত পুলিশের কাছে এই দুই গরু চুর কে সুপার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো :সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দাইপুর গ্রামের মাহতাব মিয়ার পুত্র ফরহাদ প্রকাশ দিলশাদ(২৮), এজহার নামিয় ২নং আসামী মৃত আনজব খাঁয়ের পুত্র হরমুজ খাঁ (৫২) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় ও এসআই মামুনুর রশীদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে ০২ গরু চোরকে গ্রেফতার করে। গরু চুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।তাদের নামে একাধিক মামলা রয়েছে।
Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta