আজ, শনিবার


১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী সহিংসতার মামলায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান গ্রেফতার 

রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
নির্বাচনী সহিংসতার মামলায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান গ্রেফতার 
সংবাদটি শেয়ার করুন....
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান (মাখন) কে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। ৫ জানুয়ারি (রোববার) দেবীগঞ্জ থানা পুলিশের অভিযানে দেবীগঞ্জ পৌর এলাকার খুটামারা অভিরামপুর নিজ বাসভবন থেকে আটক হয় টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান মাখন।
শাহজাহান মাখন টেপ্রীগঞ্জ ইউনিয়নের নগর পাড়া গ্রামের আব্দুল মতির ছেলে এবং তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। উল্লেখ্য গত ২১ মে উপজেলা নির্বাচনে শালডাঙ্গা ইউনিয়নের ভোট কেন্দ্র দামীনি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা দেড়ি করায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তার উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। হামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সহ ছয় জন কর্মকর্তা আহত হয়েছিলেন। কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে মোট ৬০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিগত আওয়ামী দুঃশাসনে শাহজাহান মাখন অধিপত্য বিস্তার, দখলদারিত্ব, মিথ্যা মামলা সহ একাধিক অন্যায়ের সাথে জড়িত ছিলেন ভুক্তভোগীদের মারফত জানা যায়। টেপ্রীগঞ্জ বাজারের সার ব্যবসায়ী মোঃ ওয়াজেদ আলী ও রড-সিমেন্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদ আলী গণমাধ্যমকে বলেন আওয়ামী শাসনামলে শাহজাহান মাখন তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তালা দিয়ে বন্ধ করে দেন। এছাড়া ভুক্তভোগীদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি প্রদান করে আসছিলেন।
আরেক ভুক্তভোগী মোঃ আবু বক্কর সিদ্দীক বলেন, ক্ষমতার অপব্যবহার করে শাহজাহান মাখন বিনা কারনে আমাকে প্রচণ্ড প্রহার করেন । আওয়ামী লীগ নেতার আটকের বিষয়টি দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা গণমাধ্যমকে নিশ্চিত করেন এবং তিনি আরও বলেন আগামীকাল তাকে বিজ্ঞ আদালত পঞ্চগড়ে প্রেরণ করা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ১:২২ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com