বিমল কুমার রায়, দেবীগঞ্জ প্রতিনিধি (পঞ্চগড়): রবিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সোনাহার ইউনিয়নের দেবীগঞ্জ-সোনাহার সড়কে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত হন রবিউল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। সে সোনাহার ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের বাবলু ইসলামের ছেলে। সে সোনাহার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম তার দুলাভাই (বোন জামাই) এর মোটরসাইকেল নিয়ে আশেপাশে ঘুরাঘুরির কথা বলে দেবীগঞ্জ-সোনাহর সড়কে আসে। চেয়ারম্যান পাড়া এলাকায় দ্রুত গতিতে রাস্তার মোড় ঘুরাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রবিউল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রবিউলের মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এঘটনায় দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
Posted ৪:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta