আজ, Sunday


২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ে রাতের আধারে ছয় শতাধিক লাউগাছ কর্তন, কৃষকের ক্ষতি প্রায় পাঁচ লক্ষ টাকা

রবিবার, ২০ জুলাই ২০২৫
পঞ্চগড়ে রাতের আধারে ছয় শতাধিক লাউগাছ কর্তন, কৃষকের ক্ষতি প্রায় পাঁচ লক্ষ টাকা
সংবাদটি শেয়ার করুন....

মেহেদী হাসান সেতু : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে দেড় বিঘার একটি সবজি ক্ষেত ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ওমরখানা গ্রামে।
শনিবার (১৯ জুলাই) গভীর রাতে ছয় শতাধিক লাউগাছ কেটে ফেলা হয় স্থানীয় কৃষক জুয়েল ইসলামের জমিতে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।

ভুক্তভোগী কৃষকের দাবি, তিনি প্রায় ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। জমিটি বাঁশ ও জালের বেড়া দিয়ে ঘিরে রাখা ছিল। গাছগুলোতে প্রচুর ফলন হচ্ছিল এবং বাজারজাত করার উপযুক্ত অবস্থায় ছিল লাউগুলো।

তিনি বলেন, “গত কয়েক বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালো ফলন পেয়েছিলাম। বাজারে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। রাতে বৃষ্টির সময় দুর্বৃত্তরা এসে আমার ছয় শতাধিক গাছ কেটে দিয়েছে। আমার প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়ে গেল।”

রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রতিটি গাছ গোড়া থেকে কাটা এবং মাটিতে পড়ে থাকা শত শত লাউ পচে যাওয়ার অবস্থায়। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় ইউপি সদস্য মো. রাব্বী হাসান বলেন, “এটা কোনো সাধারণ ঘটনা নয়, সম্পূর্ণ পরিকল্পিতভাবে তার ক্ষেত ধ্বংস করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করবো এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

একজন প্রবীণ কৃষক জানান, “৬৫ বছর বয়সে এমন নির্মমতা কখনো দেখিনি। গাছের সঙ্গে তো কারও শত্রুতা থাকার কথা নয়। এটা মানবতা ও কৃষির ওপর সরাসরি আঘাত।”

এই ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অনেকের ধারণা, কৃষকের সফলতা ও ভালো ফলন দেখে কেউ হিংসা করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, এমন ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com