আজ, বৃহস্পতিবার


৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচন্ড তাপদাহ, পঞ্চগড়ের দেবীগঞ্জে হিটস্ট্রোকে মৃত্যু ১

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
প্রচন্ড তাপদাহ, পঞ্চগড়ের দেবীগঞ্জে হিটস্ট্রোকে মৃত্যু ১
সংবাদটি শেয়ার করুন....

বিমল কুমার রায়, দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় হিট স্ট্রোকে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে জেলায় এই প্রথম হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

হিট স্ট্রোকে মৃত চালক আহসান হাবীব ওরফে হাসান(৪০) উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার মৃত হাশেম আলীর ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের মেসার্স সাবু টেডার্স নামক একটি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পাশে অবস্থিত সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হন আহসান হাবীব। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন পুকুর পাড়ে প্রাইভেটকার ধুচ্ছিলেন এবং মুঠোফোনে কথা বলছিলেন আহসান হাবীব। হঠাৎ করে অসুস্থ বোধ করলে পাশে থাকা লোকজনকে নিজেকে ধরতে বলে মাটিতে লুটিয়ে পড়েন আহসান হাবীব। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টায় ব্যর্থ হয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় আহসান হাবীবের।

দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আজ ২৬শে এপ্রিল শুক্রবার সকালে মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com