আজ, Thursday


২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যেগে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে উঠান বৈঠক

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যেগে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে উঠান বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

এম শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা) : ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, আপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক আলোচনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) বাজারের চৌরাস্তা মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলআমিন, তিনি বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি যা আত্মঘাতিমূলক জীবন প্রবাহ এবং কুৎসিত পথ। যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসীর কাছে সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

‎এসময় ঝিনাইগাতী থানা পুলিশকে উপস্থিত সকলের পক্ষ থেকে মাদক প্রতিরোধে, ইভটিজিং প্রতিরোধ, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়৷ উক্ত উঠান বৈঠক চলাকালীন সময়ে, স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক ছাত্র সমাজ স্থানীয় যুবসমাজসহ সাংবাদিকগ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করায় উঠান বৈঠকে অংশগ্রহণকারী উপস্থিত জনতা অফিসার ইনচার্জ মোঃ আল-আমিনকে সাধুবাদ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com