আজ, মঙ্গলবার


১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ফুলবাড়িতে ডাকাতির ঘটনায় পিকআপ সহ ৪ সদস্য গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
দিনাজপুরে ফুলবাড়িতে ডাকাতির ঘটনায় পিকআপ সহ ৪ সদস্য গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....
দিনাজপুরে ফুলবাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতের কাজে ব্যবহৃত পিকআপ সহ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ৮মে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংএর মাধ্যমে এখবর নিশ্চিত করেন। বিষয় নিয়ে পু‌লি‌শের কর্মদক্ষতার প্রশংসা কর‌ছেন স‌চেতন মহল। মঙ্গলবার (৭মে) তথ্য প্রযুক্তির সহায়তায় চারটি জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন,ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের চৌকিয়াপাড়া (সোনাপাড়া)গ্রামের মো. আইনুদ্দীন মন্ডলের ছেলে মো. মোস্তাকিম ইসলাম (৩৫), বিরামপুর উপজেলার কলেজপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ বেলাল (৪৪) বগুড়া জেলার দুপচাচিয়া থানার ছোট বেড়াগাও এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুর রহমান (৩৫)একই জেলার শিবগঞ্জ থানার মাসুমপুর চালুঞ্জা এলাকার মো. কোব্বাত আলীর ছেলে মো. হাসান (২৮)।জানা যায়,গত ৫মে ভোর রাতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের লালদিঘী বাজারে পিকআপ (ছোট ট্রাক) নিয়ে এসে নৈশ্য প্রহরীকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে তিনভাই ট্রেডার্স থেকে ২ লাখ পঞ্চাশ হাজার টাকার কীটনাশক,সাগর ট্রেডার্স থেকে ৫ লাখ টাকার কীটনাশক ও নগদ ১০ হাজার টাকা,পল্লব টেলিকম থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পল্লব দাস বাদী হয়ে গত মঙ্গলবার (৭মে) ফুলবাড়ী থানায় একটি ডাকাতি মামলা করেন। যার মামলা নং (১০)ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান,মামলার সুত্র ধরে দিনাজপুর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তার (ওসির) নেতৃত্বে পুলিশের বিশেষ দুইটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বগুড়া,জয়পুরহাট,নওগাঁ সহ দিনাজপুর জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ঘটনার ৭২ ঘন্টার ব্যবধানে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ওই ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এবং ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি পিকআপ উদ্ধার করা হয়,যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন- ১২৫০৪৭তিনি আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসা বাদে ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার অভিযান ও অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। আটক মোস্তাকিম এর বিরুদ্ধে ইতিপুর্বে বিভিন্ন থানায় ১৩টি মামলা,আব্দুর রহমান এর বিরুদ্ধে ৫টি এবং হাসান এর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছেন।
Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com