শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর-হালুয়াঘাট সীমান্তে আবারও পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে শেরপুরের শ্রীবরদী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় এসব মালামাল জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, শ্রীবরদী ও হালুয়াঘাট বিওপির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৫৫৮ পিস মোবাইল ডিসপ্লে, ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ, একটি মোটরসাইকেল, ২৪০ কেজি জিরা, ২ হাজার জিলেট গার্ড, ১০ হাজার ৮শ’ জিলেট গার্ড কাটির্জ ও ১ হাজার ২০০ পিস স্কীন শাইন ক্রিম জব্দ করে। তিনি আরও জানান, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ লাখ ৮ হাজার টাকা।
Posted ১০:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta