স্টাফ রিপোর্টার : প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ০৩ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। পরিচালক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।সভায় কোম্পানীর ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ পূর্বক ২০২৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মিস্ কিশোয়ার আমিন এফসিএ, অডিটর এ কেএম আমিনুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, কোম্পানী সচিব মোহাম্মদ মোতাহের হোসেনসহ শেয়ার হোল্ডারবৃন্দ।
Posted ৩:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta