কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া কুমারখালীতে আমবাগান থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া আম বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত হয়েছেন , যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার হান্নান শেখ এর ছেলে হযরত শেখ (৩২)। নিহত ব্যক্তি প্রবাসী ছিলেন।
নিহতের বাবা হান্নান শেখ জানান, তার ছেলে প্রবাস থেকে ফিরে বাড়িতে না এসে শশুড় বাড়ি ঝিনাইদহ অবস্থান করতেন। গতকাল মোবাইল ফোনে তার ছেলে হযরত জানায় সে যদি মারা যায় সেক্ষেত্রে বিকাশে টাকা এবং মোবাইল ফোনের তথ্য যেন উদ্ধার করা হয়। তিনি আরো জানান হযরতের শ্যালক নয়ন ফোনে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিলো। তার ছেলেকে নয়ন ও নূর হত্যা করেছে বলে তিনি দাবী করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, আমবাগান থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।