মেহেদী হাসান সেতু : পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলনের ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) রাতে শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। অভিযান পরিচালনা করেন দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি মহল অনুমোদন ছাড়া করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর তীরবর্তী কৃষি জমি হুমকির মুখে পড়ে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় এবং বালু উত্তোলনের সরাসরি প্রমাণ মেলে। ইউএনও মাহমুদুল হাসান জানান, “নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হয়। এমন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। অভিযান চলাকালে স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত এমন অভিযান হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং নদীভাঙনও কমে আসবে। পরিবেশ সচেতন স্থানীয় বাসিন্দারা মনে করেন, নদী ও কৃষিজমি রক্ষা করতে নিয়মিত মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।