মুলাদী (বরিশাল) প্রতিনিধি: মুলাদীতে আলহাজ্ব কুব্বাত আলী খান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তরপাশের মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে সভাপত্বি করেন, চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান, উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম কামাল পাশা। এসময় উপস্থিত ছিলেন, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমান, কৃষকলীগ নেতা রাশেদ খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।