
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
রাজনৈতিক দলগুলো এখন আধিপত্য বিস্তার ও শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা মোড়ে গণসমাবেশে এমন মন্তব্য করেন।
এসময় নুর বলেন আমরা ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সময় এসেছে শুধরানোর না হলে পরে আপসোস করতে হবে।
ভিপি নুর বলেন গণঅভ্যুত্থানের পরও দেশে অন্যায় অবিচার কিংবা চাঁদাবাজি বন্ধ হয় নি। আমরা এমন নতুন বাংলাদেশ আশা করিনি।
আমি গণঅধিকার পরিষদের হয়ে ভোট চাইতে আসি নাই, আপনারা যাকেই যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবেন।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ কোন চাঁদাবাজি, লুটতরাজ, হত্যা বা অবৈধ দখলদারিত্বের সাথে জড়িত নয়। এটি একটু তরুণদের দল, আপনারা যদি সুযোগ দেন ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ উপহার দেবো। প্রয়োজনে দেশের জন্য আমৃত্যু কাজ করে যাব।
ভিপি নুর বলেন, আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে চাঁদাবাজদের হটিয়েছি, ফ্যাসিবাদদের দেশ থেকে বিতরিত করেছি কিন্তু এখনো চাঁদাবাজিতে ব্যস্ত কিছু কুচক্রী মহল।
তিনি বিভিন্ন রাজনৈতিক দলদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বভাব, চরিত্র যদি আওয়ামী ফ্যাসিবাদীদের মত করেন তাহলে সামনের জাতীয় নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে মুখ্য জবাব দেবেন।
এসময় তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের সাথে লাগতে আইসেন না একদিকে পাকিস্তান অন্যদিকে চীনের গুতা সামলান”। ভারত প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব রাখতে চাই কিন্তু গোলামী নয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলনের পঞ্চগড় জেলা আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বিসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।