মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা জামায়াতের আয়োজনে সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (২৫ মার্চ) উপজেলার গ্রীন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে পৌর জামায়াতের আমির মোঃ শেখ ফরিদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের মানবসম্পদ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও রেডিও তেহরানের সংবাদ পাঠক শাহীদ আল ইসলাম। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি লুৎফর রহমান, জামায়াতে ইসলামীর বায়তুল মাল বিষয়ক সম্পাদক জাকিউর রহমান সহ প্রমুখ। এছাড়া দেবীগঞ্জ প্রেস ক্লাব, দেবীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় জামায়াতের নেতৃবৃন্দ সাংবাদিকদের জাতীয় আয়না বলে আখ্যায়িত করেন। উপজেলার সকল সাংবাদিকদের নির্ভয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার আহ্বান জানান। এসময় পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া বলেন দেশ ও জাতীর কল্যাণে আপনারা যেভাবে নিরলস ভাবে কাজ করছেন, আপনাদের মাধ্যমে একটি দেশের উন্নয়ন তরান্বিত হবে বলে আমরা আশাবাদী। এছাড়া তিনি সাংবাদিকদের জানান আমি নিজে অপরাধ করলেও আপনারা কলম চালাতে দ্বিধাবোধ করবেন না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একজন সংবাদকর্মী যেহেতু সমাজ পরিবর্তনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাই সাংবাদিকদের সম্মান জানাতে আজকের এই ক্ষুদ্র আয়োজন বলে জামায়াতের নেতৃবৃন্দরা বলেন।
Posted ৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta