নুর আলম খান, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার ২ নং হাফিজাবাদ ইউনিয়ন বিশমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ সময় শীতার্ত মানুষের মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পঞ্চগড় জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সদর উপজেলার বিশমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে ছিল সোয়েটার, জ্যাকেট, মাফলার, ফুলহাতা গেঞ্জি, প্যান্ট, ট্রাউজার ও ছোট বাচ্চাদের জামা-কাপড়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল জেলা শাখার আহ্বায়ক মোঃ খজির উদ্দিন নিজ হাতে স্থানীয় চারশ পরিবারের শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে এক হাজার দুইশ পিস শীতবস্ত্র বিতরণ করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আবায়ক ও রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ফরিদ আহম্মেদ মানিক, জেলা মৎস্যজীবী দলের সংগঠনিক সম্পাদক নুর আলম খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রউফ রন্জন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মনির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীত বস্ত্র বিতরণ শেষে সকলেই দোয়া মোনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশ নেত্রী মাননীয় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।