মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি:
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলা। বিশেষ করে এ জনপদটি হিমালয় পর্বতের সন্নিকটে হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসে কারণে গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রার পারদ ৯-১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে বলে তেতুলিয়া আবহাওয়া অফিস মারফত জানা যায়। এতে বিপাকে পড়ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। শীতের তীব্রতা ও বৃদ্ধি ও দীর্ঘায়ত হওয়ায় নিম্ন আয়ের মানুষ পারছে না কাজ করতে ফলে আয় কমছে ছিন্নমূল জনগোষ্ঠীর। নিম্ন আয় ও ছিন্নমূলদের শীতের প্রতিটি রাত কাটে অসহনীয় দুর্ভোগে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। সরেজমিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায়, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ অনেক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হচ্ছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। তেতুলিয়া আবহাওয়া অফিস জানায় যে, জানুয়ারি মাসে শীতের তীব্রতা অব্যাহত থাকবে এবং বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশংকা করছেন।