মোস্তাফিজার রহমান দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুরে সরকার দিঘী দারুল উলুম আহমদাবাদ মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাবোর্ডিং এর কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে । সোমবার (২৩সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমানকে সভাপতি এবং মোঃ শহীদুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১০৫সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক এম নূরুল আলম সরকার নুর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক হোসেন, আলহাজ্ব মোঃ আরশাদ শাহ,আলহাজ্ব মোঃ আব্দুর রহমান এবং আলহাজ্ব মোঃ এনামুল হক।সহ সাধারণ সম্পাদক সাবেক সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ,মোঃ মোমিনুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোতাব্বের হোসেন এবং সহ কোষাধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম জুয়েল,দপ্তর সম্পাদক ডাঃ মোঃ জাহাঙ্গীর,প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও সদস্য পদে মোঃ মোসাদ্দেক হোসেন,মোঃ মোয়াজ্জেম হোসেন,মোঃ নুরুজ্জামান সরকারসহ ১০৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন মোঃ নূরুল আলম সরকার নুর,মোঃ মোকাররম হোসেন গুরু,মোঃ এনামুল হক,আলহাজ্ব মোঃ সোবহান,আলহাজ্ব শরিফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ ফজলুর রহমান এনআইসি পিএসসি। সরকার দিঘী দারুল উলুম আহমদাবাদ মাদ্রাসার কার্য নির্বাহী কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি এম নূরুল আলম সরকার নুর সহ বক্তারা বলেন সততা ও নিষ্ঠার সাথে মাদ্রাসার দায়িত্ব পালন করবেন নব নির্বাচিত কমিটি ।বিগত দিনের নেতিবাচক দিক পরিহার করে ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিষ্ঠানের স্বার্থে আগামী দুই বছর এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।তবে সন্তোষজনক কাজের জন্য পরবর্তীতে সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির মেয়াদ আরো একবছর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে সকলে অভিমত ব্যক্ত করেন ।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta