মোস্তাফিজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে সাংবাদিকদের সাথে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান এসপি এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ১৮সেপ্টেম্বর )সকাল১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সাথে পরিচয় হন তিনি,প্রধান অতিথির বক্তব্যে এসপি নাজমুল হাসান বলেন মানুষ যে যাই রাজনৈতিক মতাদর্শের হোক,ব্যবসায়ী হোক,সাধারন মানুষ হোক এমন কি কোন অপরাধী হোক সর্বাগ্রে আমাদের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।কোন মানুষ যেনো কোনো বৈষম্যের শিকার না হয়।মানুষ যখন কোনো বৈষম্যের শিকার হবে তখন সে মন থেকেই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারবে।এসপি নাজমুল হাসান বলেন আমি বৈষম্যের বিরুদ্ধে,যে কোনো অপরাধ নির্মূলে এবং মাদক নির্মূলে আপনাদের সহোযোগিতা নিয়ে কাজ করতে চাই।এর পাশাপাশি তিনি বলেন আমাদের কাজের কোনো ব্যত্যয় ঘটলে সাংবাদিকরা যেনো অবগত করেন,এবং পুলিশের দ্বারা কেউ যেনো হয় রানির শিকার না হয়,এদিকে ও খেয়াল রাখতে হবে।তিনি আরো বলেন বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান,থানা এবং পুলিশ ফাড়ীগুলো থেকে লুট হওয়া অস্ত্র,পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। পুলিশকে যে ভাবে ব্যবহার করা হয়েছে তাতে পুলিশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এ অবস্থায় পুলিশকে ঘুরে দাড়াতে হবে। এবং মানুষের প্রতি পুলিশের বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনতে হবে পুলিশ হবে জনতার,অন্যয়ের বিরুদ্ধে।এসময় দিনাজপুর দুই প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিক,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন সহ মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন মিডিয়ার সংবাদ কর্মীর ভাইয়েরা অনেকেই উপস্থিত ছিলেন।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta