আজ, বৃহস্পতিবার


১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ছাত্র হত্যার দায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা

শনিবার, ২৪ আগস্ট ২০২৪
দিনাজপুরে ছাত্র হত্যার দায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা
সংবাদটি শেয়ার করুন....

  মোস্তাফিজার রহমান দিনাজপুর:

দিনাজপুরে ছাত্র হত্যার দায়ে ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে,এবং ৫০০ জন অজ্ঞাত নামা করে ছাত্র হত্যা মামলা দায়। দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম, ও তার ভাই সাবেক হুইপ ইকবালুর রহিম সহ ৫০০ জনকে  আসামি করা হয়। এতে মধ্যে আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।১৯ আগস্ট সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় বাদী হয়ে মামলাটি করেন দিনাজপুর সদর উপজেলার  উপশহর এলাকার শাহারউদ্দিনের ছেলে রুহান হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন। হত্যা মামলার আসামিরা হলেন- আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম, সাবেক হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা,সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার,সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ রায়হান,শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান,শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোকছেদ আলী রানা,ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য রাকিবুল ইসলাম মিঠুন, যুবলীগ নেতা সিরাজুল সালেকিন রানা,প্রলয় কান্তি রায় জন,সুইট ও ছাত্রলীগ নেতা মিথুন। মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থীদের একটি মিছিল যাওয়ার সময় আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ হামলা চালান। এসময় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে রাহুল,সাব্বির ইসলাম,মুসলিম,রিয়াদ, পারভেজ,জনি সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভর্তিতে বাধা দেন ও প্রাণ নাশের হুমকি দেন। আহত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাহুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ আগস্ট সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com