আজ, শনিবার


২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
সংবাদটি শেয়ার করুন....
বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনী, বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানার ওসি মাহবুব আলম, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড প্রমুখ। শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ দিবসটি পালন করে। জাতীয় পতাকা উত্তোলন ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ’লীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষকলীগ নেতা মাসুদ প্রামাণিক, যুবলীগ নেতা উদয় নারায়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামিউল আনছারী লিংকন ও ছাত্রলীগ নেতা রতন মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com