মোস্তাফিজার রহমান,দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরে বীরগঞ্জে হাজি শমশেরের ইটভাটা থেকে ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের মূল্যবান একটি কষ্টিপাথরের গনেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।১৪ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের আলহাজ্ব শমশের আলীর মালিকানাধীন এম বি এম ব্রিকস ভাটায় তল্লাশি চালিয়ে মূল্যবান গণেশ মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের এম বি এম ব্রিকস ভাটার ম্যানেজার সুমন ইসলাম (২৫) ও ইটভাটা মালিক শমশের আলীর ছেলে মোঃ ফারুক (৩৮) এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের এম বি এম ব্রিকস ভাটায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়। মূর্তিটির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে।তিনি আরও বলেন,উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে,এটি কষ্টিপাথর দিয়ে তৈরি গনেশ মূর্তি। তবে মূর্তিটির মূল্য নিশ্চিত করা হয়নি বলেও জানান তিনি ।