আজ, শনিবার


২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে ঘুষ নেয়ার অভিযোগে উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে গ্রেপ্তার

মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
দিনাজপুরে ঘুষ নেয়ার অভিযোগে উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

 মোস্তাফিজার রহমান দিনাজপুর:

 

দিনাজপুরে ঘুষ নেয়ার অভিযোগে উপ সহকারী প্রকৌশলী মোর্শেদ আলম দুদকের হাতে গ্রেপ্তার। দিনাজপুর উপশহর এর ১ নম্বর ব্লকের ১৯ নম্বর আবাসিক প্লটকে বাণিজ্যিক প্লট অনুমোদন দেয়ার নামে ঘুষ গ্রহণের সময় দুদক তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ঘুষ গ্রহণের দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।জানা যায় অনুমোদন,খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রৌকশলী মোঃ মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)সোমবার বিকাল ৪ টায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম ও তদন্তকারী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম উপসহকারী প্রৌকশলী মোঃ মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে। দিনাজপুর জমি বরাদ্দ ও বাণিজ্যিক অনুমোদনের জন্য উপসতার অফিস কক্ষ হতে উক্ত ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দ করে।এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্বাহী প্রকৌশলীর হেফাজতে দেওয়া হয়। পরবর্তীতে দুদক দিনাজপুর কার্যালয় রেকর্ডপত্র যাচাই-বাছাই করে একটি সরাসরি মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করলে কমিশন মামলার অনুমোদনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ের উপসহকারী প্রৌকশলী মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে একটি মামলা রুজু করে সোমবার বিকালে তাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com